শোক সংবাদ….
Bijoynews : কুষ্টিয়ার সকলের অতি সুপরিচিত মুখ ইসলামী আন্দোলনের নেতা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব দারোগা আর আমাদের মাঝে নেই। তিনি ঢাকাতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি
রাজিউন)তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার উপদেষ্টা ,ও কুষ্টিয়া জামিয়া ফজলুল উলুম মাদরাসার প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্আব পালন করে আসছিলেন। আলহাজ্ব এ,বি,এম হাবিব দারোগা অত্যান্ত ধর্মভীরু, তাকওয়াবান ইলমে তাসাউফপন্থী ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাঁর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি। আমিন।