
মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ চিত্র | কুষ্টিয়ার সংবাদ | জাতীয় সংবাদ | প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | শিরোনাম » নিখোঁজের ৪ দিন পর কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে বস্তাবন্দি সুন্দরী গৃহবধূর লাশ উদ্ধার!
নিখোঁজের ৪ দিন পর কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে বস্তাবন্দি সুন্দরী গৃহবধূর লাশ উদ্ধার!
Bijoynews :
Bijoynews, ২০ আগস্ট, ২০১৯।। নিখোঁজের চারদিন পর কুষ্টিয়ার কুমারখালীর বাঁধ বাজার এলাকায় জিকে ক্যানেল থেকে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত বিলকিস বেগম (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিলকিসের পরিবারের সদস্যরা জানান, গত ১৭ আগষ্ট শনিবার বিকেলে ওষুধ কিনতে বের হয়ে আর ফিরে আসেনি। আজ মঙ্গলবার সকালে বাধবাজার এলাকার কাঞ্চনপুর জিকে ক্যানেলে ওই বস্তাবন্দি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। এ সময় বস্তা থেকে চরম দুর্গন্ধ ছড়াতে থাকে। মুহুর্তের মধ্যে সেখানে শত শত লোক ভীর করতে। এক পর্যায়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত হিসেবে ওই মহিলার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর আলম জানান, উদ্ধারের পর লাশ হাসপাতালে নিয়ে আসার পর নিহতের পরিবারের লোকজন লাশ সনাক্ত করে। নিহত বিলকিস কুষ্টিয়া শহরের আমলা পাড়ার পূণ্যবাবুর ঘাট এলাকার বাসিন্দা রবিউল ইসলাম’র স্ত্রী।
পুলিশ জানায়, জিকে ক্যানেলে ভাসতে ভাসতে আসা মুখ বাধা অবস্থায় একটি বস্তার ভেতরে তার লাশ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে বস্তায় ভরে জিকে ক্যানেলের পানিতে তার লাশ ভাসিয়ে দেয় হত্যাকারীরা। তবে কেন কি কারনে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
তবে ওই নারীর মোবাইলের ম্যাসেঞ্জারের সূত্র ধরে এবং পরিবারের থানায় একটি সাধারণ ডাইরীর সূত্র ধরে এই হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে মাঠে নেমে পুলিশ। দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে বিলকিসের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।