
বুধবার, ৮ জুন ২০১৬
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | বরিশাল | শিরোনাম » পিরোজপুরে সাংবাদিকদের বেসিক আউটসোর্সিং প্রশিক্ষণ অনুষ্ঠিত
পিরোজপুরে সাংবাদিকদের বেসিক আউটসোর্সিং প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিজয় নিউজ: পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে সাংবাদিকদের দিনব্যাপী বেসিক আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১০ টায় পিরোজপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ। বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে ‘লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এর সহোযগীতায় জেলা প্রশাসন কার্যক্রমটি বাস্তবায়ন করেন।
প্রধান অতিথি এ সময় বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সরকার ফ্রিল্যান্সিংয়ের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার আয় যেমন বাড়ানো যায়, তেমনি নিজেরাই উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। ফ্রিল্যান্সিং জানা থাকলে চাকরি পাওয়ার আশায় কাউকে বসে থাকতে হয় না। গণমাধ্যমকর্মীরাও নিজেদের কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বাড়তি আয় ও এই ধারণা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারেন।
বেসিক আউটসোর্সিংয়ের উপর প্রশিক্ষণ দেন আইটি বিশেষজ্ঞ আতায়ে রাব্বি, শাহরিয়ার হোসেন খোকন ও আরিফ হোসেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে পিরোজপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।