
শনিবার, ১০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ধর্ম | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » ইসলাম সন্ত্রাসবাদ হলে ভারতে একজনও হিন্দু বাঁচত না : শ্রী শ্রী জগদগুরু শঙ্করাচার্য
ইসলাম সন্ত্রাসবাদ হলে ভারতে একজনও হিন্দু বাঁচত না : শ্রী শ্রী জগদগুরু শঙ্করাচার্য
Bijoynews : ইসলামকে যারা সন্ত্রাসবাদী ধর্ম বলে তাদের আমি জানাতে চাই ইসলাম একটি প্রেমের ধর্ম, সহিষ্ণুতার ধর্ম৷ যদি ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম হত তাহলে ভারতে একজনও হিন্দু কি বাঁচত? বাঁচত না। যদি ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম হত তাহলে বিশ্ব শেষ হতে এক মিনিটও লাগতো না বলে মন্তব্য করেছেন প্রয়াগপীঠের শ্রী শ্রী জগদগুরু শঙ্করাচার্য৷
হায়দ্রাবাদে অনুষ্ঠিত জামাআতে ইসলামি হিন্দের সদস্য সম্মেলনের ‘ভারত নির্মাণ’ শীর্ষক সাধারণ সমাবেশে বক্তব্য রাখাকালীন তিনি এসব কথা বলেন।
শ্রী শঙ্করাচার্য বলেন, আমি মুসলমানদের ভালোবাসি এবং তাদের সমাবেশে যাই বলে অনেকে আমাকে নকল শঙ্করাচার্য বলেন৷ কিন্তু একথা আপনাদের মন রাখার জন্য বলছিনা৷ আমার এখানে যেকথা অন্যত্রও একই কথা৷
জামাআতের ঐক্য প্রচেষ্টা এবং দেশগঠনের লক্ষ্যে কাজের স্বীকৃতি দিয়ে তিনি বলেন প্রেম ঐক্য এবং শান্তি দিয়েই দেশ গঠন হতে পারে৷ হিন্দু মুসলিমের ঐক্য ছাড়া ভারত গঠন হতে পারে না৷
শঙ্করাচার্য আরও বলেন, ইসলাম এবং সনাতন ধর্ম হিংসা ও বিভেদ শেখায় না৷ এটা কিছু রাজনৈতিক দলের এজেন্ডা৷ তারা নিজেদের স্বার্থে মানুষে মানুষে বিভেদের বীজ বপন করে৷
সমাবেশটিতে প্রায় ১৮ হাজার মানুষ অংশ নেন৷ উপস্থিত ছিলেন তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মুহাম্মদ মাহমুদ আলী৷