একাদশে তাসকিন-সানি, নেই মুস্তাফিজ
বিজয় নিউজ:
সেই এশিয়া কাপে শুরু; ইনজুরির ধাক্কায় মাঠের বাইরে চলে যেতে হয়েছে কাটার মুস্তাফিজুর রহমানকে। দলের বোলিং লাইনে এই মুহূর্তের সেরা অস্ত্রটিকে ছাড়াই একের পর এক ম্যাচ খেলে যেতে হচ্ছে বাংলাদেশকে। চলমান টি২০ বিশ্বকাপের প্রথম পর্বে (বাছাই পর্ব) কোনো ম্যাচেই একাদশে রাখা সম্ভব হয়নি মুস্তাফিজকে। তবে বুধবার সুপার টেন পর্বে পাকিস্তানের বিপক্ষে তিনি একাদশে থাকবেন এমন আশায় ছিলেন বাংলাদেশ দল ও ভক্তরা। কিন্তু এই ম্যাচেও নেই মুস্তাফিজ। ইনজুরির ধকল সেরে পুরোপুরি ফিটনেস না পাওয়ায় মুস্তাফিজকে ছাড়াই একাদশ গঠন করতে হয়েছে বাংলাদেশকে।
এদিকে, বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছিলেন আম্পায়াররা। যে কারণে আসর চলার মধ্যেই চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছে এই বোলারকে। পাকিস্তানের বিপক্ষে তারা মাঠে নামবেন কিনা তা নিয়ে এক ধরনের সংশয় ছিল। তবে এই দুই বোলারকে একাদশে নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।
তাসকিন-সানির বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে এ রিপোর্ট লেখা অবধি প্রকাশ করা হয়নি। তবে আইসিসির নিয়মানুসারে ওই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়া পর্যন্ত তাসকিন-সানি খেলা চালিয়ে যেতে পারবেন। যদি পরীক্ষার ফল নেতিবাচক হয়, তাহলে অ্যাকশন শোধরানো না পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ আর খেলতে পারবেন না তারা। আর যদি হয় ইতিবাচক তাহলে তো কথাই নেই; আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সঙ্গেই বোলিং করে যেতে পারবেন বাংলাদেশের এই বোলার।