
মঙ্গলবার, ৭ জুন ২০১৬
প্রথম পাতা » বক্স্ নিউজ | বরিশাল | শিরোনাম » পিরোজপুরে চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরে চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বিজয় নিউজ:পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা ইউনিয়নের ইউপি সদস্য ও জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক মো. আল-মামুনের ওপর চেয়ারম্যান হানিফ খানের সন্ত্রাসী হামলা ও পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। আজ সোমবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে একই ইউনিয়নের শতাধিক মানুষ, জেলা আওয়ামী মৎস্যজীবীলীগসহ সকল মৎস্যজীবী অংগসংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এ সময় চেয়ারম্যান হানিফ খাঁন এবং তার সন্ত্রাসী বাহিনীর গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সহ-সভাপতি আবুল কালাম খান, যুগ্ম সম্পাদক মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মোল্লা ও আহত ইউপি সদস্যের ছোট ভাই মো. মাসুম হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য গত ২৬ মে ইউপি নির্বাচনের জের ধরে ইউপি কার্যালয়ে বসে ইউপি চেয়ারম্যান হানিফ খান জিআই পাইপ দিয়ে পিটিয়ে ইউপি সদস্য আল-মামুনের পা ভেঙে দেয় এবং একই দিন এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা করা হয়।
পিরোজপুরের মঠবাড়িয়ার ৫ গ্রামে সোমবার থেকে রোজা পালন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ার ৫ গ্রামের সুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৪ শতাধিক পরিবার সোমবার থেকে পবিত্র রমজান পালন করছে। উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামের ৪ শতাধিক পরিবার প্রতি বছরের ন্যায় এবছরও সৌদি আরবের সাথে মিল রেখে রবিবার রাতে যথারীতি তারাবির নামাজ আদায় করে ও সেহরি খেয়ে সোমবার থেকে রোজা পালন করছে। ভাইজোড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ শিপন খন্দকার জানান, সুরেশ্বর দরবারের পীরের নির্দেশে তার অনুসারীরা যুগ যুগ ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ২টি ঈদ পালন করে আসছে।