
শনিবার, ৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | পজেটিভ বাংলাদেশ | বক্স্ নিউজ | শিরোনাম | সংগঠন সংবাদ » বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ছাগল পেয়ে খুশি কুষ্টিয়ার ১৩ জন দু:স্থ নারী
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ছাগল পেয়ে খুশি কুষ্টিয়ার ১৩ জন দু:স্থ নারী
খাদেমুল ঈসলাম, বিজয় নিউজ : পারভীন আক্তার ববিতা,হাসি খাতুন,ফরিদা খাতুন, মীরা রানী,রানু খাতুন,স্বপ্না খাতুন,আখিরণ নেছা, রেবেকা খাতুন, হাসিনা খাতুন, চায়না খাতুন,রিনা খাতুন,শেফালী খাতুন, গোলাপী খাতুন কুষ্টিয়ার সেবা সংস্থার উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিনা মুল্যে ছাগল পেয়ে ভীষণ খুশি কুষ্টিয়ার ১৩ জন দু:স্থ নারী ।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ছাগল পেয়ে তারা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে এখন। ৫ জুলায় সেবা সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম স্বপন ছাগল পালন কমর্সূচি পরিদর্শনে গেলে ছাগল পাওয়া ১৩ নারী খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন ।এ সময় সাথে ছিলেন সেবা সংস্থার সহ-সভাতি
ডা. তরিকুল ঈসলাম সাগর।গোলাপী খাতুনের ছাগলটি বাচ্চা দেয়ায় তিনি অত্যন্ত আনন্দিত । তিনি জানান, ছাগল পালন করে তার সংসারের অভাব দুর করতে পারবেন।তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কর্মতাদের ধন্যবাদ জানান ।অন্য ছাগল গুলোও এ মাসে বাচ্চা প্রসব করবে বলে উপকার ভোগীরা জানান।
www.bijoynews24,com