
মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » অস্ত্র-গুলি সহ মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শাহিন আটক
অস্ত্র-গুলি সহ মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শাহিন আটক
Bijoynews : আজ রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শাহিন আলম (২৮) আটক।
জানা যায়, শাহিন আলম আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা। সে ইতিপূর্বে একাধিকবার পুলিশের হাতে আটক হন। গত মাসে পোড়াদহ এলাকা থেকে দুইটি মোটরসাইকেল চুরি করে এই চোর। ২০১২ সালে প্রথম সে মোটরসাইকেল চুরি করে ধরা পড়ে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮ টার সময় কুষ্টিয়া মডেল থানাধীন মোল্লা তেঘরিয়া এলাকায় এসআই তারেক ও এসআই মোস্তাফিজ সহ সঙ্গিয় ফোর্স অভিযান চালিয়ে অস্ত্র-গুলি সহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা
কুষ্টিয়া বটতৈল মিলপাড়া এলাকার আবুল বাশার ছেলে শাহিন আলমকে অস্ত্র-গুলি সহ আটক করা হয়। তিনি আরো জানান, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার) স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই অভিযান চালায়।