
বুধবার, ১ জুন ২০১৬
প্রথম পাতা » বক্স্ নিউজ | বরিশাল | শিরোনাম » পিরোজপুরের ভান্ডারিয়ায় মানিক মিয়ার মৃত্যু বার্ষিকী পালিত
পিরোজপুরের ভান্ডারিয়ায় মানিক মিয়ার মৃত্যু বার্ষিকী পালিত
বিজয় নিউজ: পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি), যুব সংহতি ও ছাত্র সমাজের উদ্যোগে একটি শোক র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে জাতীয় পার্টির (জেপি) উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় পার্টির জেপির উপজেলা যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম, জেপির উপজেলা সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান ছিদিদ্দকুর রহমান টুলু, মজিদা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন মামুন, যুব সংহতির সভাপতি মোঃ শহীদুজ্জামান রাজু মল্লিক ও ছাত্র সমাজের সভাপতি মোঃ আরিফুল ইসলাম শিমুল প্রমুখ। এদিকে তার গ্রামের বাড়ী পূর্ব ভান্ডারিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মানিক মিয়ার মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
পিরোজপুরে ব্যবসায়ীদের আসন্ন রমজানে ভেজাল মুক্ত খাবার ও সঠিক দামে পন্য বিক্রির অঙ্গীকার
পিরোজপুর প্রতিনিধি
আসন্ন রমজানে পিরোজপুর পৌর বাজারের ব্যবসায়ীরা ভেজাল মুক্ত খাবার ও সঠিক দামে পন্য বিক্রির অঙ্গীকার করেছেন। পাশাপাশি নিজেরা দুর্নীতি মুক্ত থেকে সমাজের সকল স্তরে দুর্নীতি প্রতিরোধে ভুমিকা রাখার কথা বলেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর পৌর সুপার মার্কেটে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের এই অবস্থানের কথা ঘোষনা করেন। জেলা প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পিরোজপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন, সহকারী পুলিশ সুপার সার্কেল মোল্লা আজাদ হোসেন, জেলা সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান শেখ আলম, প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আব্দুল মতিন, পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক শেখ, প্রবীণ ব্যবসায়ী নরেন্দ্র নাথ সাহা, পরিবেশক সমিতির সম্পাদক মোঃ মহিউদ্দিন আকন প্রমুখ। প্রতিরোধ কমিটির সদস্য এ্যাডভোকেট রেজাউল ইসলাম শামিমের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম।
অনুষ্ঠানে প্রতিরোধ কমিটির সদস্য প্রতুল ব্রহ্ম, মোল্লা লিয়াকত আলী, মেহেদী হাসান ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার আব্দুল মান্নান হাওলাদার, সাবেক পৌর কমিশনার তৌহিদ উদ্দিন শেখ, টিআইবির এরিয়া ম্যানেজার পুলক কুমার পালিত, প্রেসক্লাবের সহ সভাপতি খালিদ আবুসহ সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় পৌর বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।