
শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম | সাহিত্য ও সংস্কৃতি | স্পেশাল রির্পোট » যৌন হয়রানির প্রতিবাদে ইবিতে পথ নাটক প্রদর্শিত
যৌন হয়রানির প্রতিবাদে ইবিতে পথ নাটক প্রদর্শিত
আব্দুর রাজ্জাক রাজ, ইবি থানা প্রতিনিধি:
নুসরতি হত্যা ও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বিচার চাই’ পথ নাটক প্রদর্শিত হয়েছে। শনিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়ানা চত্ত্বরে আইন সচেতনতা মূলক সংগঠন ল’ আ্যাওয়ারনেস এন্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টার এলএভিডিসি-এর আয়োজনে ও বিশ্ববিদ্যালয় থিয়েটারের পরিবেশনায় নাটকটি প্রদর্শিত হয়।
বাংলা বিভাগের শিক্ষার্থী এনামুল হকের রচনায় ও আদনান হোসাইন চৌধুরির নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তন্ময় হাফিজ, রেজওয়ান, পিয়াস, ইমরান, নাহিদ, রাকিব, রিফাত, আশফিকা, শ্যামলী, কৌশিক ও আকাশ।
এসময় উপস্থিত ছিলেন এলএভিডিসি-র পরিচালক ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুজ জামান, ফলিত পুষ্টি ও খাদ্য বিভাগের সহকারি অধ্যাপক শাম্মী আক্তার, আইন বিভাগের সহযোগী অধ্যাপক রেহেনা পারভিন, এলএভিডিসি-র সভাপতি মমিনুর রহমান, থিয়েটারের সাধারণ সম্পাদক আশিক বনি প্রমূখ।