
সোমবার, ৩০ মে ২০১৬
প্রথম পাতা » ক্রাইম রির্পোট | শিরোনাম » ঝিনাইদহে মাথায় গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই
ঝিনাইদহে মাথায় গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই
বিজয় নিউজ: ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পূবালী ব্যাংকের সিঁড়িতে হাসানুজ্জামান ফারুক (৫৫) নামে এক ব্যক্তির মাথায় গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ফারুকের বাড়ি ঝিনাইদহ শহরের হামদহ এলাকায়। তিনি স্থানীয় রেজাউল ইসলাম ফিলিং স্টেশনের ম্যানেজার।
আহত ফারুক বাংলানিউজকে বলেন, আমি সকালে ফিলিং স্টেশনের টাকা জমা দিতে পূবালী ব্যাংকে যাচ্ছিলাম। আমি ব্যাংকের সিঁড়িতে উঠলে তিন/চারজন ছিনতাইকারী এসে আমার মাথায় গুলি করে নগদ ১০ লাখ আট হাজার টাকা ও সাড়ে চার লাখ টাকার একটি চেক ছিনতাই করে নিয়ে যায়। গুলিটি আমার মাথার এক পাশে লাগে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।