
রবিবার, ২৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » লালাবাগে চুড়ি কারখানার আগুন নিয়ন্ত্রণে
লালাবাগে চুড়ি কারখানার আগুন নিয়ন্ত্রণে
Bijoynews : রাজধানীর লালাবাগ শহীদনগর ৬ নম্বর গলি এলাকার একটি চুড়ির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা এই আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে রাত ৯টা ৪০ মিনিটের দিকে শহীদনগর ৬ নম্বর গলির ওই চুড়ির কারখানায় আগুনের সূত্রপাত হয়।
নিয়ন্ত্রণে আনার পর বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলালউদ্দিন। তিনি জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।
এর আগে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছিলেন ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান। এছাড়া ফায়ার সার্ভিস সদর দপ্তরের টেলিফোন অপারেটর ফরিদ মিয়া আমাদের সময়কে জানান, লালাবাগ একটি চুড়ির কারখানায় আগুন লাগে। ওই কারখানার আশপাশে কয়েকটি বাড়ি রয়েছে।