
রবিবার, ২২ মে ২০১৬
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ » কুষ্টিয়ায় কলেজে ভর্তি ইচ্ছুক ছাত্রীকে হত্যা : খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় কলেজে ভর্তি ইচ্ছুক ছাত্রীকে হত্যা : খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন
বিজয় নিউজ:
কুষ্টিয়া- কুষ্টিয়ায় কলেজে ভর্তি ইচ্ছুক ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার বিচার ও অভিযুক্ত হত্যাকারী তুলির স্বামী আজাদের ফাঁসী দাবীতে মানববন্ধন ও কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ প্রদর্শন করেছে এলাকাবাসী।শনিবার সকাল সাড়ে ১১টায় খাঁজানগর এলাকার শত শত নারী পুরুষ বিভিন্ন পোষ্টার, ব্যানার, প্লেকার্ড নিয়ে সড়কের দুই পাশে দাড়িয়ে মানববন্ধনে অংশ নেয়। এসময় আন্দোলনরত জনতা সড়ক অবরোধ করে সড়কের উপর বসে ও দাড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেন। খাঁজানগর চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সাধুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এতে বক্তব্য রাখেন। এসময় সড়কের দুই পাশে শত শত পরিবহন আটকে পড়ে। প্রায় আড়াই ঘন্টা পর বেলা একটায় পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। আন্দোলনকারীদের অভিযোগ, খাঁজানগরের আলী মুন্সীর মেয়ে আফসানা আক্তার তুলির সাথে বিয়ের পর থেকে তার স্বামী পার্শ্ববর্তী বালিয়াশিশা গ্রামের সাদেক আলীর ছেলে আজাদ তুলির পড়াশোনা বন্ধ করতে চাপ দিতে থাকে। গেল এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তুলি কলেজে ভর্তি হতে চাইলে ক্ষেপে ওঠেন আজাদ। গত ১৮ মে গভীর রাতে তুলিকে শ^াসরোধে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। আগামী দুই দিনের মধ্যে দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন তারা।