
মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ চিত্র | রংপুর » চিরিরবন্দর অমলপুর ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাপ
চিরিরবন্দর অমলপুর ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাপ
বিজয় নিউজ: চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৬নং অমলপুর ইউনিয়নের নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়জাপ শুরু হয়েছে। জনসমর্থনে পুতুল সরকার এগিয়ে।
আসন্ন ইউপি নির্বাচন নিয়ে বিএনপি প্রার্থী বাছাই এখনো চুড়ান্ত করেনি। তবে সম্ভাব্য প্রার্থীরা গনসংজোগ শুরু করে দিয়েছে। ৬নং অমলপুর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদেও মধ্যে ইউপি বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও চিরিরবন্দর থানা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক ও থানা বিএনপির নির্বাহী সদস্য বিশিষ্ঠ শিল্পপতি মেসার্স মিথিলা ট্রেডার্স এর সত্তাধিকারী পুতুল সরকার ব্যাপক জনসংযোগ শুরু করেছে। পুতুল সরকার এলাকায় সকলের কাছে গ্রহনযোগ্য ও জনপ্রিয় ব্যাক্তি হিসাবে সুপরিচিত। বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদেও কাছেও তার গ্রহনযোগ্যতা অনেক বেশী। নেতাকর্মীরা এবং ইউনিয়নবাসী চায় পুতুল সরকারকেই দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হোক। পুতুল সরকার ইউনিয়নে একজন সমাজসেবী হিসাবেও পরিচিত।
তিনি বি,কম পাশ কওে ব্যবসায় আত্মনিয়োগ করেছেন। এলাকার সাধারন মানুষের অভিমত পুতুল সরকার চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের এবং ইউনিয়নের মানুষের উন্নয়ন হবে। তিনি একজন সৎ ও যোগ্য ব্যাক্তি হিসাবে সকলের কাছে প্রিয়। ইউনিয়নের সাধারন ভোটারদেরও একই দাবী পুতুল সরকারকে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হোক। তিনি প্রার্থী হলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে এলাকার সর্বস্তরের ভোটারদের অভিমত
এদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে আরো দুইজনের নাম শুনা যাচ্ছে। সম্ভাব্য ওই দুইজন চেয়ারম্যান প্রর্থী হচ্ছেন, আনিছ ও মহিদুল্লাহ হাজী। তারাও এলাকায় ভোটারদের সাথে যোগাযোগ করছেন। তবে জনসমর্থন পুতুল সরকারের বেশী।