
শুক্রবার, ২০ মে ২০১৬
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | বরিশাল | শিরোনাম » ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে পিরোজপুরে মাঝারি বর্ষন গুমোট আবহাওয়া গভীর সমুদ্রে যাওয়া জেলেরা এখনও নিরাপদে ফেরেনি
ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে পিরোজপুরে মাঝারি বর্ষন গুমোট আবহাওয়া গভীর সমুদ্রে যাওয়া জেলেরা এখনও নিরাপদে ফেরেনি
বিজয় নিউজ: পিরোজপুর প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে আবহাওয়া ভাল থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর একটার দিকে পরিবেশ বিরূপ হতে শুরু করে। এসময় থেকেই আকাশ অন্ধকার হয়ে মৃদু বাতাস বইতে শুরু করে এবং সেই সঙ্গে শুরু হয় বর্ষনও। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল পাঁচটা) বর্ষন অব্যাহত রয়েছে। এদিকে, জেলার পাড়েরহাট মৎস্য বন্দরের আড়ৎদাররা জানান, পাড়েরহাট,চড়খালী জেলে পল্লীসহ বিভিন্ন স্থান থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ খবর পেয়ে এখনও তারা উপকুলীয় নিরাপদ এলাকায় ফিরে না আসায় চরম উদ্বিগ্নের মধ্যে রয়েছেন তাদের স্বজন ও বন্দরের দাদন ব্যবসায়ীরা। জেলার উপকুল অঞ্চলের মানুষ গুলো বিকেল গড়াবার সঙ্গে সঙ্গে আবহাওয়া বিরূপ হওয়ায় সিডর ও আইলা আক্রান্ত পিরোজপুরের প্রান্তিক মানুষজনের মধ্যে আতংক বেড়ে যাচ্ছে। নদীগুলোও উত্তাল রয়েছে। এদিকে, হুলারহাট নৌবন্দর থেকে খারাপ আবহাওয়া সত্বেও এমভি মমিন খান ও অভিযান’ নামের বিলাশ বহুল দু’টি লঞ্চ ঢাকার উদ্দেশে বিকেলে ছেড়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও তেমন কোন সতর্কতার উদ্যোগ নেয়া হয়নি।