
মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » আইন- আদালত | আজব দুনিয়া | বক্স্ নিউজ | শিরোনাম » তারেক সাঈদের মামলা বাতিলের আবেদন খারিজ
তারেক সাঈদের মামলা বাতিলের আবেদন খারিজ
বিজয় নিউজ: নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আসামি র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তারেক সাঈদের পক্ষে আইনজীবী ছিলেন গোলাম কিবরিয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭শে এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়।