
সোমবার, ১৬ মে ২০১৬
প্রথম পাতা » বক্স্ নিউজ | বরিশাল | শিরোনাম » ৬ সাংবাদিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন
৬ সাংবাদিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন
বিজয় নিউজ: পিরোজপুর প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে গত বৃহস্পতিবারে ইয়াবা সম্রাট ভুট্টো বাহিনীর হামলায় ৬ সাংবাদিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। আজ সোমবার সকাল সাড়ে দশটায় শহরের ক্লাব রোডে ঘন্টা ব্যাপী মানববন্ধনে পিরোজপুর প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, মহিলা পরিষদ ও শিক্ষক সংগঠন (বাকশিস) এর নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।
এ সময় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক শিরিনা আফরোজ, জেলা প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাব সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর হোসেন, আফতাব উদ্দিন কলেজের উপাধ্যক্ষ লুৎফর রহমান, উদীচীর সেক্রেটারী খালিদ আবু, বৈশাখী টিভির হাসিবুল ইসলাম হাসান, মহিলা পরিষদ নেত্রী খালেদা হেনাসহ বিভিন্ন গনমাধ্যম কর্মীরা। এ সময় বক্তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে না পারার তীব্র নিন্দা জানান।
পিরোজপুরে আ.লীগ নেতার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আনোয়ারুল কবীর সিকদারের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এসময় আনোয়ার সিকদার ডাক-চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে লোহার পাইপ দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি আগুনে পড়ে সামান্য দগ্ধ হন। অগ্নিদগ্ধ আনোয়ার সিকদারকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহত আনোয়ার সিকদার এ আগুনের জন্য বর্তমান কাউন্সিলর আ. ছালাম মধুর ছেলে অন্তু ও তার সহযোগীদের দায়ী করেছেন।
আনোয়ারের ভাগ্নে আমিনুল ইসলাম বাবু জানান, ‘আমার মামা কাজ শেষে রবিবার রাত ১০টার দিকে বাড়ি ফেরেন। এসময় তিনি বাড়ির পিছনে বেড়ার কাছে লোকজনের কথা শুনতে পান। এগিয়ে গিয়ে দেখতে পান কাউন্সিলর আ. ছালাম মধুর ছেলে অন্তু তার সহযোগীদের বলছে কেরোসিন ঢাল। এসময় অন্তুর সঙ্গের লোকজন বেড়ায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। তখন তিনি চিৎকার করে এগিয়ে গেলে অন্তু লোহার পাইপ দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। মামা আগুনে দগ্ধ হন। এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে।’
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশির রঞ্জন অধিকারী জানান, আনোয়ার সিকদারের দু’হাত পুড়ে গেছে। এছাড়া তিনি পায়ে আঘাত পেয়েছেন। ভেঙেছে কিনা তা এক্স-রে করার আগে বলা যাবে না।
আনোয়ার সিকদারের বাড়িতে আগুন লাগানোর অভিযোগের বিষয়ে অন্তুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে না পেয়ে তার বাবা ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আ. ছালাম মধুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচনে আমার সাথে হেরে তিনি বিভিন্ন সময় আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব করছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ উজ জামান জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।কক্সবাজারে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন