
শুক্রবার, ১৩ মে ২০১৬
প্রথম পাতা » বরিশাল | শিক্ষা সংবাদ | শিরোনাম » পিরোজপুরে এসএসসিতে গণিত পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ
পিরোজপুরে এসএসসিতে গণিত পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ
বিজয় নিউজ: পিরোজপুর প্রতিনিধি-
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিংহখালী স্কুল এন্ড কলেজের ছাত্রী রেশমা আক্তার এবার এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে অংশ না নিলেও সদ্য প্রকাশিত এস. এস. সি ও সমমানের পরীক্ষার ফলাফলে সে উত্তীর্ণ হয়েছে। বুধবার প্রকাশিত এস এস সি পরীক্ষার ফলাফলে রেশমা আক্তার ৪ দশমিক ৬ পয়েন্ট পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এদিকে এধরণের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গত ২ ফেব্রুয়ারী শুরু হওয়া এবছরের এস.এস.সি পরীক্ষায় ভা-ারিয়ার শিংহখালী স্কুল এন্ড কলেজ থেকে বাণিজ্য বিষয়ে অংশ নেয় পরীক্ষার্থী রেশমা আক্তার। গত ২৩ শে ফেব্রুয়ারী বিষয় কোড (১০৯) গণিত বিষয়ে অংশ নিতে পারেনি সে। তবে বাকি পরীক্ষায় অংশ নেয়। গত বুধবার প্রকাশিত মিনিস্টারী অব এ্যাডুকেশন ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারী এ্যাডুকেশন বোর্ড বরিশাল এর ওয়েবসাইট এ প্রকাশিত ফলাফলে দেখা গেছে রোলনং ৪৪২৬৮৮, নাম রেশমা আক্তার, পিতা মো. হাবিব মুন্সি, মাতা মমতাজ বেগম, প্রাপ্ত ফলাফল জিপিএ ৪.০৬ পয়েন্ট।
এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার দুপুরে শিংহখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রেশমা অনিবার্য কারনে গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে পরীক্ষার ফলাফলে সে কিভাবে উত্তীর্ণ হল তা তিনি বলতে পারছেন না।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম জানান, যদিও ফলাফল এখন ওয়েব সাইটে প্রকাশ করা হয় । তবে ওই পরীক্ষার ফল বিভ্রাটের বিষয়টি তাকে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ অবহিত করেছেন বলে তিনি জানান।
এ বিষয়ে বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হক মুঠোফোনে জানান, শিক্ষাবোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্টশীটে রেশমা আক্তারকে উত্তীর্ণ দেখানো হলেও তা ভুল হয়েছে। তিনি জানান বোর্ডেও ওয়েব সাইটে রেশমাকে অনুপস্থিত দেখানো হয়েছে। সত্যতা পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেপিরোজপুরে দুর্নীতিবিরোধী কার্যক্রমে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়
পিরোজপুর প্রতিনিধি-
পিরোজপুরে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সচেতন নাগরিক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার সন্ধ্যায় ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য- দুর্নীতি রুখবেই’ প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এ মতবিনিময় সভার আয়োজন করে। সনাক কার্যালয়ে সনাক সদস্য এম এ রব্বানী ফিরোজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান।
শুভেচ্ছা বক্তব্যসহ কার্যক্রমের উদ্দেশ্য বর্ণনা করেন সনাক সদস্য মোহসেনাতুন নেছা মাসুম। আরো বক্তব্য প্রদান করেন সনাক সদস্য খায়জুরান দিরোজ, অধ্যাপক রুহুল আমীন এবং স্বজন সদস্য মোল্লা লিয়াকত আলী। গনমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য দেন খেলাফত হোসেন খসরু। আলোচকগণ সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনে আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবন নীতি ও নৈতিকতার সাথে পরিচালনা করার আহবান জানিয়ে বলেন, সমাজের সকলস্তরের মানুষকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য টিআইবি কাজ করছে। যেখানে অনেক মানুষ যুক্ত হবে আবার কেউ যুক্ত হবে না। তবে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে এগিয়ে নিতে হলে গনমাধ্যম কর্মীরাই বড় ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় পিরোজপুরে কর্মরত সাংবাদিক, সনাক, স্বজন, ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডসরা অংশ গ্রহন করে।পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে ১জন নিহত : আহত-১
পিরোজপুর প্রতিনিধি -
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের বড় হারজি গ্রামে বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে ইউনুস সিকদার নামে একজন কৃষক নিহত ও আয়েশা বেগম নামে একজন গৃহিনী আহত হয়েছেন।
দাউদখালী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হলে কৃষক ইউনুস সিকদার ও তার বড় ভাইয়ের স্ত্রী আয়েশা বেগম মাঠে গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে ইউনুস সিকদার ঘটনাস্থলে মারা যান। আহত হন তার বড় ভাইয়ের স্ত্রী আয়েশা বেগম। গুরুতর আহত আয়েশা বেগমকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনিরুজ্জমান জানান, আয়েশা বেগমের অবস্থাও আশংকাজনক বিধায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।