
শুক্রবার, ১৩ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ চিত্র | বক্স্ নিউজ | বরিশাল | শিরোনাম » পিরোজপুরের মঠবাড়িয়ার ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ও ককটেল হামলা
পিরোজপুরের মঠবাড়িয়ার ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ও ককটেল হামলা
বিজয় নিউজ: পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত গুলি ও বোমা হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার বহেরাতলা কুয়েত প্রবাসী হাসপাতালের সামনে ইসরাত মেডিকেলে এ ঘটনা ঘটেছে। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন নাসির। তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান। এ ঘটনায় বুধবার রাত একটার দিকে নাসির হাওলাদার বাদী হয়ে ৬জনকে আসামী করে থানায় এজাহার দাখিল করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে দশটার দিকে ইউপি চেয়ারম্যান নাসির হাওলাদার পৌর শহরের বহেরাতলায় ইসরাত মেডিক্যাল হল নামের একটি ওষুধের দোকানে বসা ছিলেন। এর কিছুক্ষণ পর দুটি মোটর সাইকেলে চালকসহ চারজন আরোহী সেখানে উপস্থিত হয়। মোটর সাইকেল থামিয়ে তারা ইসরাত মেডিক্যাল হলের দিকে একটি ককটেল ছুড়ে মারে। সেই সাথে অজ্ঞাত দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র থেকে এক রাউন্ড গুলি চালায়। এসময় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়লে প্রাণে বেঁচে যান। এ সময় আশপাশের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তেরদল মোটরসাইকেল চালিয়ে দ্রুত মঠবাড়িয়া শহরের দিকে চলে যায়। ঘটনার পরপরই মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সহকারী পুলিশ সুপার মোস্তফা কামাল এবং থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউপি চেয়ারম্যান নাসির হাওলাদার সাংবাদিকদের জানান, গত ইউপি নির্বাচনী বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে। তিনি এ ঘটনায় গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তার সহযোগিদের দায়ী করেছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় বুধবার রাত একটার দিকে নাসির হোসেন হাওলাদার বাদী হয়ে ৬জনকে আসামী করে এজাহার দেয়া হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
পিরোজপুরে এসএসসিতে গণিত পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ
পিরোজপুর প্রতিনিধি-
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিংহখালী স্কুল এন্ড কলেজের ছাত্রী রেশমা আক্তার এবার এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে অংশ না নিলেও সদ্য প্রকাশিত এস. এস. সি ও সমমানের পরীক্ষার ফলাফলে সে উত্তীর্ণ হয়েছে। বুধবার প্রকাশিত এস এস সি পরীক্ষার ফলাফলে রেশমা আক্তার ৪ দশমিক ৬ পয়েন্ট পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এদিকে এধরণের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গত ২ ফেব্রুয়ারী শুরু হওয়া এবছরের এস.এস.সি পরীক্ষায় ভা-ারিয়ার শিংহখালী স্কুল এন্ড কলেজ থেকে বাণিজ্য বিষয়ে অংশ নেয় পরীক্ষার্থী রেশমা আক্তার। গত ২৩ শে ফেব্রুয়ারী বিষয় কোড (১০৯) গণিত বিষয়ে অংশ নিতে পারেনি সে। তবে বাকি পরীক্ষায় অংশ নেয়। গত বুধবার প্রকাশিত মিনিস্টারী অব এ্যাডুকেশন ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারী এ্যাডুকেশন বোর্ড বরিশাল এর ওয়েবসাইট এ প্রকাশিত ফলাফলে দেখা গেছে রোলনং ৪৪২৬৮৮, নাম রেশমা আক্তার, পিতা মো. হাবিব মুন্সি, মাতা মমতাজ বেগম, প্রাপ্ত ফলাফল জিপিএ ৪.০৬ পয়েন্ট।
এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার দুপুরে শিংহখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রেশমা অনিবার্য কারনে গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে পরীক্ষার ফলাফলে সে কিভাবে উত্তীর্ণ হল তা তিনি বলতে পারছেন না।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম জানান, যদিও ফলাফল এখন ওয়েব সাইটে প্রকাশ করা হয় । তবে ওই পরীক্ষার ফল বিভ্রাটের বিষয়টি তাকে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ অবহিত করেছেন বলে তিনি জানান।
এ বিষয়ে বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হক মুঠোফোনে জানান, রেজিষ্টার না দেখে এই মুহুর্তে কিছুই বলা যাবেনা তবে সত্যতা পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিরোজপুরের ভাইজোড়ায় মসজিদে ঢুকে মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলা : আহত-২
পিরোজপুর প্রতিনিধি -
পিরোজপুরের শহরতলীর ভাইজোড়ায় একটি মসজিদে ঢুকে মুসল্লিদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাচ্চু সিকদার ও নাজমুল হুদা সিকদার মামুন নামে দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। আজ বৃহস্পতিবার রাত ৮ দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় মুসুল্লী রাজু জানায়, জুয়া খেলতে নিষেধ করা নিয়ে নাজমুল হুদা সিকদার মামুনের সাথে ঘটনার কিছু সময় আগে রাসেল নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। এরপর রাসেল, আমিনুল, সোহেল, কামরুল ও হাসান সহ ২০/২৫ জন যুবক সংগঠিত হয়ে নামজুল সিকদারের উপর হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নাজমুল মসজিদে আশ্রয় নিলে রাসেল ও তার সহযোগিরা মসজিদের ভিতরে ঢুকে মামুন ও মসজিদের ভিতরে নামাজের জন্য অপেক্ষায় থাকা বাচ্চু সিকদারের উপর হামলা চালায়।
পিরোজপুর সদর থানায় ওসি মাসুদ উজ জামান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।