২২শে মে পবিত্র শবে বরাত
বিজয় নিউজ: আগামী ২২শে মে পবিত্র শবে বরাত পালিত হবে। শনিবার শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে এদিন শবে বরাত পালিত হবে বলে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয়
চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পবিত্র শবেবরাত উপলক্ষে ২৩শে মে সরকারি ছুটি থাকবে। সভাশেষে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী সাংবাদিকদের বলেন, শনিবার দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই পবিত্র শবেবরাত হবে ২২শে মে। সে হিসেবে সোমবার থেকে শুরু হবে ১৪৩৭ হিজরির শাবান মাস। এই মাসের পঞ্চদশ রাতে শবেবরাত পালিত হয়। শবেবরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াতসহ ইবাদত বন্দেগি করে থাকেন। পরের দিন অনেকে নফল রোজা রাখেন।