ক্ষমা চাইলেন কামরুল
বিজয় নিউজ: জামায়াত নেতা মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার আপিলের রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে জবাব দাখিল করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তার পক্ষে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব গতকাল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন। গত ৮ই মার্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে আপিল বিভাগ। একই সঙ্গে দুই মন্ত্রীকে ১৫ই মার্চ হাজির হতে বলা হয়। কামরুলের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব গতকাল সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ আদালত, প্রধান বিচারপতি ও সব বিচারকদের প্রতি তার (কামরুল) শ্রদ্ধা রয়েছে। ওই বক্তব্যের জন্য তিনি আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আর এ ধরনের কোনো বক্তব্য দেবেন না বলেও জানিয়েছেন মন্ত্রী। তবে, বিদেশে অবস্থান করায় আদালতের বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে (আজ) কামরুল ইসলাম সংশ্লিষ্ট আদালতে হাজির হতে পারছেন না জানিয়ে মামুন মাহবুব বলেন, আবেদনে হাজিরার জন্য সময় চাওয়া হয়েছে। এদিকে একই অভিযোগের প্রেক্ষিতে গতকাল বিকেলে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গত ৫ই মার্চ রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে মীর কাসেম আলীর মামলায় প্রধান বিচারপতি এস কে সিনহাকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে মামলার পুনঃশুনানির দাবি করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। একই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও সর্বোচ্চ আদালত নিয়ে কথা বলেন। এরপর ৮ই মার্চ মীর কাসেমের চূড়ান্ত রায় ঘোষণার আগে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ দুই মন্ত্রীকে তলব করেন। তাদের বক্তব্য কেন আদালত অবমাননার শামিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন সর্বোচ্চ আদালত।