
শুক্রবার, ৬ মে ২০১৬
প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি | বক্স্ নিউজ | রাজশাহী | শিরোনাম » বগুড়ার শাজাহানপুরে মাদারস্ ডেইরী নামের কোম্পানীতে সিলগালা : জরিমানা আদায়
বগুড়ার শাজাহানপুরে মাদারস্ ডেইরী নামের কোম্পানীতে সিলগালা : জরিমানা আদায়
বিজয় নিউজ: জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে মাদারস্ ডেইরী নামের একটি তরল দুধ কোম্পানীকে সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম উপজেলার ২য় বাইপাস সড়কের সুজাবাদ দহপাড়া এলাকায় ওই কোম্পানীতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কোম্পানীর মালিককে পাওয়া না গেলেও কোম্পানীর ম্যানেজার সহ ৩জনকে আটক করা হয়। এবং বিপুল পরিমান প্যাকেটজাত তরল দুধ উদ্ধার করে তা ধ্বংশ করা হয়। আটককৃতরা হলো, কোম্পানীর ম্যানেজার নঁওগা জেলার রানীনগর নারায়নপাড়া গ্রামের তাছেরুলের পুত্র জাহাঙ্গীর আলম(৪৮), মান নিয়ন্ত্রক পাবনা সাথিয়াভিটাপাড়া গ্রামের মৃত আফজাল প্রামানিকের পুত্র মইনুল ইসলাম (২৭) এবং ডেলিভারী ম্যান বগুড়া গাবতলী উপজেলার উলিরচর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র সোহানুর রহমান (২৫)।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাফিউল ইসলাম জানান, বাজার থেকে দুধ ক্রয় করে তা প্যাকেটজাতের মাধ্যমে বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। প্যাকেটজাত তরল দুধের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের কোন তারিখ এবং বিএসটিআই’র অনুমোদন ছিল না। ভ্রাম্যামান আদালতে কোম্পানীটিকে সিলগালা করে দেয়া হয়েছে। এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।