কুষ্টিয়ায় ৩ ছিনতাইকারী আটক
বিজয় নিউজ: কুষ্টিয়া শহরের হরিশংকরপুর পানির ট্যাঙ্কি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টহল পুলিশ তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, রাইফেলের গুলি, ধারালো ছোরা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটকরা হলেন— হরিশংকরপুরের শেখ মোক্তার হোসেনের ছেলে নাদিম সরোয়ার (১৮), শহরের পেয়ারাতলার আইয়ুব খন্দকারের ছেলে সাব্বির হোসেন হৃদয় (১৯) ও একই এলাকার মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ হোসেন (১৮)।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন চৌধুরী জানান, আটকরা শহরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ছিনতাইয়ের মামলার প্রস্তুতি চলছে।