
বুধবার, ৪ মে ২০১৬
প্রথম পাতা » বরিশাল | শিরোনাম » পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপিসহ ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপিসহ ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বিজয় নিউজ: পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক সহসভাপতি (ভিপি)ছাত্রলীগ নেতা মাসুদ আহম্মেদ রানাসহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে শহরের স্থানীয় সরকার প্রকেীশল অধিদপ্তর কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ উজ্জামান জানান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছাত্রলীগ নেতা সাব্বির আহম্মেদের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী মাসুদ আহম্মেদ রানা ও সন্দেহভাজন আসামী সুমন মাতুব্বরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের জিএস সাব্বির আহম্মেদ ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুল হককে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতারা হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এতে ছাত্রলীগ নেতা সাব্বির প্রতিপক্ষ ছাত্রলীগ নেতা সহ বেশ কয়েকজনের নামে থানায় মামলা করে।