
সোমবার, ১৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » অপেশাদার আচরণকারী পুলিশ সদস্যের ঠিকানা ঢাকার বাইরে
অপেশাদার আচরণকারী পুলিশ সদস্যের ঠিকানা ঢাকার বাইরে
বিজয় নিউজ: সাম্প্রতিক সময়ে রাজধানীতে সাধারণ মানুষের সঙ্গে কয়েকজন পুলিশ সদস্য অপেশাদার আচরণ ও ফৌজদারি অপরাধ করায় নড়েচড়ে বসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতর । এ বিষয়ে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের সতর্ক করে দেওয়ার পরও তাদের আচরণে তেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তাই অপেশাদার আচরণকারী পুলিশ সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে। ডিএমপির নিজস্ব গোয়েন্দা বাহিনী এই কাজ করে যাচ্ছে। তাদের দ্রুত ডিএমপির বাইরে শাস্তিযোগ্য বদলি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েকমাসে অনেককেই এমন বদলি করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এটি ‘রুটিন ওয়ার্ক’।
ডিএমপি সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনীতে নিষ্ঠাবান পেশাদার আচরণকারী সদস্যের অভাব নেই। ডিএমপিতে অনেকেই কাজ করতে চায়। তাই অপেশাদার আচরণকারী পুলিশ সদস্যদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। যাদের ঢাকার বাইরে বদলি করা হবে। কোনও পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধের দায় পুরো পুলিশ বাহিনী বহন করবে না।
গত শুক্রবার সকালে রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজার গুলিতে ক্যাবল ব্যবসায়ী আল আমিন (২২) গুলিবিদ্ধ হন। বকেয়া ডিস বিল চাওয়ায় তাকে গুলি করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ প্রশাসন দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। ভিকটিম আল আমিন খিলগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এএসআই শামীম বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন।