
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » বক্স্ নিউজ | শিরোনাম | সংগঠন সংবাদ » বনপা’র জরুরী সভা অনুষ্ঠিত : গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহন
বনপা’র জরুরী সভা অনুষ্ঠিত : গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহন
বিজয় নিউজ: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র এক জরুরী সভা গত ২৭ এপ্রিল সন্ধ্যায় ঢাকার শ্যামলীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বনপা’র প্রধান উপদেষ্টা,জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি, তরুণ প্রযুক্তিবিদ ড.জানে আলম রাবিদ ।
বনপা’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জি. রোকমুনুরজামান রনির উপস্থাপনায় অনলাইনে বক্তব্য রাখেন বনপা’র সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন, মুহিত চৌধুরী, রাজু আহমেদ দিপু, মিজানুর রহমান হেলাল ,তারেকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মুজাহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক সরকার রুহুল আমীন, সহ-সাংগঠনিক সম্পাদক এম,সাইফুর রহমান তালুকদার, জুঁই চাকমা, প্রদীপ বড়ুয়া জয়, সেলিম ভান্ডারী, ওয়ালী উল্লাহ খান, সদস্য সুলাইমান মেহেদী হাসান, মোকতাদের আজাদ খান, মিলাদ উদ্দিন মুন্না ওবায়দুল হক আবু চৌধুরী, প্রকৌশলী রায়হানুল ইসলাম, খলিল উদ্দিন ফরিদ, প্রদীপ ঘোষাল তপু, মুরাদ হোসেন, বেলায়েত হোসেন বেলাল, বিপ্লব চাকমা, জসিম উদ্দিন,সাকিব হাসান, সানোয়ার হোসেন সানু প্রমুখ ।
দীর্ঘ ২ ঘন্টা ব্যাপী আলোচনায় বনপা’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২০১২ সালের ১৫ই অক্টোবর বনপা প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা বনপা’র সদস্য ও কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাঁদের অনেকইে নানা কারণে কিম্বা মান-অভিমানে দুরে সরে আছেন তাঁদেরকে বনপা’র পতাকাতলে ফিরে এসে ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, বিভেদ নয়, সারা দেশের নিউজ পোর্টাল মালিকদের সমন্বয়ে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। নেতৃবৃন্দ আরো বলেন, সরকারি ভাবে নিউজ পোর্টাল নিবন্ধন প্রক্রিয়া শুরু হলেও কর্পোরেট হাউজ গুলোর চক্রান্ত থেমে নেই । তারা সরকারি সুযোগ-সুবিধা মুষ্টিমেয় অনলাইন নিউজ পোর্টালের মধ্যে ভাগ-বাটোয়ার করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সে সুযোগ আমরা দিবো না। অতীতের মত ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা ষড়যন্ত্রকারিদের দাঁত ভাঙ্গা জবাব দিবো।
আলোচনা শেষে আগামী ৬ মাসের জন্য বনপা’র সাংগঠনিক বিষয়ে বিস্তারিত কর্ম-পরিকল্পনা গ্রহন করা হয়।