
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | বক্স্ নিউজ » আইএস এর ৮০ কোটি মার্কিন ডলার ধ্বংস
আইএস এর ৮০ কোটি মার্কিন ডলার ধ্বংস
বিজয় নিউজ: একের পর এক মার্কিন বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) এর ৮০ কোটি মার্কিন ডলার নগদ অর্থ ধ্বংস হয়েছে। বাগদাদে দায়িত্ব পালনরত মার্কিন সামরিক কর্মকর্তা মেজর জেনারেল পিটার গার্স্টেন বলেন, যুক্তরাষ্ট্র আইএস-এর অর্থ ভান্ডার লক্ষ্য করে উপর্যুপরি বিমান হামলা চালিয়েছে।
ওই কর্মকর্তা আরো বলেন, আইএস -এর তহবিলের ওপর হামলাটি জিহাদি গোষ্ঠীটির ওপর এক চরম আঘাত। এর ফলে আইএস-এর ৯০ শতাংশ সদস্য দলত্যাগ করছে এবং নতুন করে দলটিতে অন্তর্ভূক্তির সংখ্যাও কমে এসেছে।
২০১৪ সালে মার্কিন ট্রেজারি আইএসকে ‘বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেছিল।
আইএস-এর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের উপ-কমান্ডার মেজর জেনারেল গার্স্টেন বলেন, জিহাদী গোষ্ঠিটির অর্থ ভা-ারকে লক্ষ্য করে ২০ দফা বিমান হামলা চালানো হয়েছে।
তবে কি পরিমাণ অর্থ ধ্বংস হয়েছে সে সম্পর্কে যুক্তরাষ্ট্র কিভাবে নিশ্চিত হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানাননি।
তিনি বলেন, ইরাকের মসুল শহরের একটি বাড়িতে এক হামলায় আনুমানিক ১৫ কোটি মার্কিন ডলার ধ্বংস হয়েছে।