
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » শিরোনাম | সিলেট » মৌলভীবাজারে কিশোরী গৃহকর্মী রক্তাক্ত মৃতদেহ উদ্ধার : আটক-৪
মৌলভীবাজারে কিশোরী গৃহকর্মী রক্তাক্ত মৃতদেহ উদ্ধার : আটক-৪
বিজয় নিউজ: মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় স্থানীয় কয়সর মিয়ার বাসায় গত ২৬ এপ্রিল রাত ১০টায় ব্রাম্মনবাড়ীয়া জেলার নাসির নগর থানার পূর্বভাগ গ্রামের ফারুক মিয়া কিশোরী কন্যা স্বপ্না আক্তার (১৪) নামে গৃহকর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিক কয়সর মিয়া (৫০), তার স্ত্রী জোৎসনা বেগম (৪৫), রুবেল মিয়া (২২) ও জাহির মিয়াকে আটক করা হয়েছে। স্বপ্না আক্তার গৃহকর্তা কয়সর মিয়ার বাসায় দীর্ঘদিন যাবৎ গৃহকর্মী হিসেবে যাবত কাজ করত। গৃহকর্তার মেয়ে রুজিনা আক্তার জানান- সোমবার বিকেলে তার মা জোৎসনা বেগমসহ জরুরী প্রয়োজনে শহরের একটি জুয়েলারী দোকানে যান এবং সন্ধ্যায় বাসায় ফিরে দেখতে পান ঘরের একটি রুমের সিলিং ফ্যানে সপ্না আক্তারের ঝুলন্ত লাশ। তার মা ঝুলন্ত লাশটি নামিয়ে ফেলেন । তবে ঘটনাটি আতœহত্যা না হত্যাকান্ড তা নিয়ে রয়েছে রহস্য। এদিকে এ ঘটনার খবর পেয়ে বিভিন্ন ইলেক্ট্রন্ক্সি, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। রাত ১০.৩০ মিনিটের দিকে সরজমিনে গিয়ে দেখা যায় বাসার সামনের সড়কে উৎসুক মানুষের ভীর । সেখানে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালসহ পুলিশের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতি নিয়ন্তনে আনেন। বাসার ভিতরে প্রবেশ করে গিয়ে দেখা যায় একটি রুমের মধ্যে স্বপ্না আক্তারের নিথর দেহ পড়ে আছে এবং কান ও গলা দিয়ে রক্ত ঝরছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন জানান- প্রথমে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের মাধ্যমে ঘটনার খবর পান এবং সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন। এটি হত্যাকান্ড না আতœহত্যা তা প্রাথমিক ভাবে নিশ্চিত না হলেও তদন্ত করে ঘটনার পেছনে কি কারন বা কেন এ ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যাবে।
অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ডের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ডের প্রতিবাদে আজ ২৬ এপ্রিল বিকালে চৌমোহনা চত্তরে মানববন্ধন কর্মসুচী পালন করেছে মৌলভীবাজারে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও উদীচী মৌলভীবাজার জেলা শাখা। উদীচী সভাপতি এড.ডাডলী ডেরিক প্রেন্টিস এর সভাপতিত্বে ও জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি কামরুল হাসান মিজু সঞ্চালনায় ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক অরিজিত দেব রায় সাজু, সিপিবি জেলা কমিটির সাধারন সম্পাদক এড. নিলিমেষ ঘোষ বলু, যুব ইউনিয়ন সভাপতি এড. মাসুক মিয়া, সাধারন সম্পাদক জাহাঙ্গীর জয়েস, উদীচীর কেন্দ্রীয় সদস্য মকবুল হোসেন, উদীচীর মীর ইউসুপ প্রমুখ। বক্তারা রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীসহ সকল হত্যাকান্ডের সুষ্ট তদন্ত করে ও দেশের বিশিষ্ট লোকদের হত্যার হুমকিদাতাদের খুঁজে বের করে দ্রুত বিচার দাবী করেন।
ছবি সংযুক্ত।
মৌলভীবাজার পৌর কর্মচারীদের মানববন্ধন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবীতে আজ ২৬ এপ্রিল সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনের রাস্থায় মানববন্ধন করেছে মৌলভীবাজার পৌর কর্মচারী সংসদ। মানবন্ধনে সিলেট বিভাগীয় কর্মচারী সংসদের সাধারন সম্পাদক সৈয়দ নকিবুর রহমানের সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌরসভা কর্মচারী সংসদের সাধারন সম্পাদক শর্মিলা দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সৈয়দ শাহ মইনুদ্দিন, আবুল হোসেন, এ কে এম নুরুজ্জামান, আব্দুল মতিন ও রনধীর রায়। এ সময় পৌর মেয়র ফজলুর রহমান ও কাউন্সিলররা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। বক্তারা পৌর কর্মকর্তা- কর্মচারীদের বেতন ভাতা জাতীয় করনের দাবী জানান। মানববন্ধনে পৌরসভার সকল স্তরের কর্মকর্তা- কর্মচারীরা অংশ গ্রৃহন করেন।
ছবি সংযুক্ত।
মৌলভীবাজারে যুবলীগ নেতার বাসায় ডাকাতি
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে গভীর রাতে জেলা যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক যুবলীগ নেতা আব্দুল মুমিতের(৪০) নিজ বাসার মৃল গেইটের তালা ভেঙ্গে ডাকাতি সংঘটিত হয়েছে ২৬ এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে। ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভিতি দেখিয়ে ঘন্টাব্যাপী লুটতরাজ চালায়। এ সময় আব্দুল মুমিত ও তার স্ত্রী শিল্পী আক্তার (২৫) এবং শিশু সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। আব্দুল মুমিতের স্ত্রী শিল্পী আক্তার জানান- ডাকাতরা কিছু বুঝে উঠার আগেই মুখোশ পড়া দলবদ্ধ ছয় জন ডাকাত ঘরের সবাইকে বেঁধে ফেলে। ডাকাতরা ১২ ভরি স্বর্ন, নগদ ১ লক্ষ ৯৪ হাজার টাকা ও একটি নতুন এনড্রয়েট মোবাইল সেট লুট করে নিয়ে যায় বলে তিনি জানান। এ ঘটনায় ঘটনাস্থলের আলামত সংগ্রহ করছে। ্এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।