চিরিরবন্দরে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
বিজয় নিউজ: মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক মহিলা আত্মহত্যা করেছে। রবিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বানিযুগি নামক স্থানের রেলব্রীজের পূর্বপার্শ্বে পার্বতীপুর থেকে দিনাজপুর গামী কমিউটার ট্রেনের নিচে এক অজ্ঞাতনামা মহিলা(২৮) ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় জনগন দিনাজপুর জিআরপি থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য দিমেক হাতপাতালে প্রেরণ করেছে। তদন্তকারী কর্মকর্তা এস আই রুহুল হক জানান, লাশের পরিচয় পাওয়া যায় নি। তবে লাশের পড়নে খয়েরী রংগের শাড়ী ও গোলাপী রংগের ব্লাউজ পরিহিত ছিল। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।