
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » রংপুর » বিষযুক্ত আম-লিচু উৎপাদন কারীর বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে- -ডিসি দিনাজপুর
বিষযুক্ত আম-লিচু উৎপাদন কারীর বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে- -ডিসি দিনাজপুর
বিজয় নিউজ : মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম বলেছেন, বিষযুক্ত আম-লিচু উৎপাদন কারীর বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে। তিনি আরো বলেন, আমরা আর শুনতে চাই না জনপ্রিয় মৌসুমী ফল আম-লিচু খেয়ে কোন শিশুর মৃত্যু হয়েছে। গত বছর বিষযুক্ত লিচু খেয়ে ৪ শিশুর করুন মৃত্যুর সংবাদ শুনেছি এ বছর শিশুর বা কোন মানুষের মৃত্যুর সংবাদ শুনতে চাই না। যারা বিষযুক্ত আম-লিচু উৎপাদন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে গত মঙ্গলবার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যানী গ্রামে আম-লিচু উৎপাদন সচেতনেতা মুলক কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক খায়রুল আলম এসব কথা বলেন। তিনি বলেন যারা বিষমুক্ত আম-লিচু উৎপাদন করবে তাদের পুরস্কার ও সম্মাননা সনদপত্র দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানের (সেমকো) এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, ওসি মোঃ ফকরুল ইসলাম (তদন্ত) ইউপি চেয়ারম্যান এমএ খালেক সরকার ও অন্যরা উপস্থিত ছিলেন।
বীরগঞ্জে অগ্নিকান্ডে তিনটি
দোকানের মালামাল পুড়ে ছাই
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে অগ্নিকান্ডে ৪টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ২০ লক্ষ টাকার মালমাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের। সোমবার রাত ২টায় পৌর শহরের বলাকা মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার এএসআই মোঃ মশিউর রহমান জানান, মোঃ মিজানুর রহমান মিজানের পুরনো বই খাতা এবং ভাংরী দোকানের কয়েল থেকে আগুনে সুত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে রেজাউল করিম ও গোপাল দেব নাথের ফার্নিচারের দোকানে। স্থানীয়রা প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। সংবাদ পেয়ে দিনাজপুর সদর ও বোচাগঞ্জ থেকে দমকল বাহিনীর ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রয়ে আনে। অগ্নিকান্ডে আনুমানিক ২০ লক্ষাধি টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এলাকাবাসীকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
বীরগঞ্জের ঝাড়বাড়ী হাটে
এশিয়া ব্যাংক শাখা উদ্বোধন
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জের ঝাড়বাড়ী হাটে এশিয়া ব্যাংক শাখা উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাট সংলগ্ন একটি বাড়ীতে (বাগদাদ পাজা) উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে গত সোমবার (ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট) শাখা উদ্বোধন করেন। এশিয়া ব্যাংকের ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর জেলার শাখা প্রধান মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জেলার শাখা প্রধান মোঃ মোজাফফর হোসেন, এজেন্ট ও ব্যাংকিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মোঃ আহসান উল আলম, পলী বিদ্যুৎ সমিতি বীরগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মমিনুল ইসলাম বিশ্বাস, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, শতগ্রাম ইউপি চেয়ারম্যান খান মোহাম্মদ কুতুব উদ্দিন, এশিয়া ব্যাংক ঝাড়বাড়ী হাট শাখার এজেন্ট মোঃ সোলায়মান আলী, স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও অন্যরা উপস্থিত ছিলেন।