
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » বক্স্ নিউজ | বরিশাল | শিরোনাম » পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত স্কুল ছাত্রের মৃত্যু
পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত স্কুল ছাত্রের মৃত্যু
বিজয় নিউজ:পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত স্কুল ছাত্র কাইউম শেখ সোমবার রাতে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত কাইউম পিরোজপুর শহরতলীর কুমারখালী এলাকার ভ্যান চালক ইউনুস শেখের ছেলে। সে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশুনা করত।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে,গত রবিবার বিকেল ৫ টার দিকে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে চলা বৈশাখী মেলামাঠ থেকে একদল সন্ত্রাসী কাইউমকে ডেকে অল্প দূরত্বে থাকা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বের গলিতে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে ফেলে রাখে।
নিহতের চাচা জালাল শেখ জানান, স্থানীয়রা কাইউমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সোমবার রাত আড়াইটার দিকে কাইউম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতের বাবা ইউনুস শেখ বলেন আমার দুই সন্তানের মধ্যে আরেক সন্তান দুই বছর আগে ক্যান্সারে মারা গেছে। আর সন্ত্রাসী হামলায় এবার আরেক ছেলেকে হারালাম। আমরা এখন কি নিয়ে বাঁচবো।
পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম সরদার বলেন, কাইউম আমাদের এ বিদ্যালয়ের ছাত্র কিন্তু অনেক দিন ধরে সে বিদ্যালয়ে আসে না।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাসুদুস জামান বলেন, কাইউম নিহত হবার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ কোন মামলা দায়ের করেনি।
ভান্ডারিয়ায় ধর্ষণের চেষ্টার অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম আলীম মোল্লা নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। রবিউল ইসলাম আলীম পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র । সে এ বারের এইচ এস সি পরীক্ষার্থী।
ভান্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের চর বোথলা গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে আলীম মোল্লা সোমবার দারুলহুদা গ্রামের এক কৃষকের মাদ্রাসা পড়–য়া মেয়েকে পশারিবুনিয়া গ্রামের এক জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। মেয়েটির পিতা বাদি হয়ে মঙ্গলবার ভান্ডারিয়া থানায় বখাটে আলীম মোল্লাকে আসামি করে থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।