
সোমবার, ১৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | শিরোনাম » না.গঞ্জে নিট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
না.গঞ্জে নিট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
বিজয় নিউজ: : নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নিট কম্পোজিট কারখানায় আগুনের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।
রোববার (১৪ মার্চ) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া এলাকার ভিবজিউর নিট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হন।
পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান বলেন, বৈদ্যুতিক শট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত্র।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক বেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সাভির্সের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।