
সোমবার, ১৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » দুর্যোগ-দুঘর্টনা | শিরোনাম | সিলেট » কমলগঞ্জে ডুবায় পড়ে এক শিশুর মৃত্যু
কমলগঞ্জে ডুবায় পড়ে এক শিশুর মৃত্যু
বিজয় নিউজ: মশাহিদ আহমদ, মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলার মাধবপুরে ডুবার মধ্যে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৭ এপ্রিল রোববার সকাল ১১টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়ণের হিরামতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সৌমিক সিংহ (২)। সে হিরামতি গ্রামের বাসিন্দা স্বপন সিংহের পুত্র। সৌমিকের স্বজনরা জানায়, সকালে সৌমিকের মা রিনা সিনহা সৌমিক কে ঘরের বারান্দায় খেলতে রেখে, রান্নার কাজে ব্যস্ত পয়ে পড়েন। এদিকে শিশু সৌমিক সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশেই ডুবায় পড়ে যায়। রিনা সিনহা কাজ শেষ করে সৌমিককে খুঁজতে থাকেন। বাড়ির কোথাও না পেয়ে আশপাশে খোজাখুজি শুরু করেন। প্রতিবেশিরা স্বপন সিংহের বাড়ির পাশে একটি ডুবাতে শিশুটিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। পরে সৌমিককে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশু সৌমিককে মৃত ঘোষনা করেন। এদিকে একমাত্র শিশু পুত্র সৌমিকের মৃত্যুর খবর শুনে তার মা রিনা সিনহা বার বার মুর্ছা যাচ্ছেন। স্বপন সিংহের বাড়ীতে চলছে শোকের মাতম। ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
কুলাউড়ায় অপহৃত কিশোরী উদ্ধার-অপহরণকারী আটক
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন থেকে ১৭ এপ্রিল রোববার অপহৃত কিশোরী রুমেনা বেগম (১৫) উদ্ধার করেছে পুলিশ। সেইসাথে ঘটনার মূলহোতা অপহরণকারী মুশিক মিয়া (৩০)কে আটক করা হয়েছে। কুলাউড়া থানা পুলিশ সুত্র জানায়, রোববার ভোরে ইউনিয়নের বুধপাশা গ্রামের মিয়াজান মিয়ার বাড়িতে স্থানীয় লোকজন আটক করে কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ কিশোরী রুমেনা বেগমকে উদ্ধার করে। একই সময় ফটিগুলি এলাকায় পালানোর সময় ঘটনার মূলহোতা অপহরণকারী মুরইছড়া বস্তির ছনু মিয়ার পুত্র মুশিক মিয়াকে আটক করে পুলিশ। তবে ঘটনার সাথে জড়িত অন্যান্যরা পলাতক রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া কিশোরী ও আটক অপহরণকারী মুশিক মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ শাহজালাল কুলাউড়া থানায় আসেন। উল্লেখ্য, উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম এলাকা মুরইছড়ায় শুক্রবার গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে রুমেনা বেগম (১৫) নামক এক কিশোরীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এসময় কিশোরীর মা সায়েরা বেগম বাধা দিতে গেলে তার মুখে বিষ ঢেলে কিশোরীকে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় সায়েরা বেগমের।
মৌলভীবাজারে ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা সভা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১৭ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে পৌরসভা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। সদর থানা বিএনপির সভাপতি আয়াছ আহমদ এর সভাপতিত্বে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, চাঁদনীঘাট ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদশা, কামালপুর ইউনিয়ন চেয়ারম্যান ফয়ছল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন শামীম আহমদ, সৈয়দ মমসাদ আহমদ, আলাউদ্দীন রানা, বদরুল আলম নোমান প্রমুখ। পরিশেষে দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।
ছবি সংযুক্ত।
কমলগঞ্জে ১০ দিন ধরে চা শ্রমিক সন্তান নিখোঁজ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের ইটাখোলা লাইনের চা শ্রমিক সন্তান জয় প্রকাশ কৈরী (৩৫) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। জয় প্রকাশ কৈরীর বাবা লছমি নারায়ন কৈরী বলেন, তার বড় ছেলে জয় প্রকাশ প্রায় প্রায় আড়াই বছরে প্রবাসে উমান থাকার পর গত শ্রাবণ মাসে দেশে আসে। দেশে আসার পর বাড়িতে থাকাকালীন গত ৬ এপ্রিল বুধবার সকাল অনুমান ৯ টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে যাওয়ার কথা বলে বের হয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেনি। ছেলেটির গায়ে হাফ হাতা গেঞ্জি, কালো রং এর ফুল প্যান্ট এবং সাথে থাকা মোবাইল ফোন (০১৭৪৬-০৫৩৬২৩) নিয়ে যায়। আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় লছমি নারায়ন কৈরী গত শনিবার কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করার জন্য আবেদন করেন। জয় প্রকাশের সন্ধান দাতা বাবা