
রবিবার, ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | দুর্যোগ-দুঘর্টনা | শিরোনাম » কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
বিজয় নিউজ: কুষ্টিয়ার ত্রিমোহনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন এবং আহত হয়েছে ৬ জন। আজ রোববার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ত্রিমোহনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সেলিম (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয় এবং ৬ জন অটোরিকশা যাত্রী আহত হয়। আহতরা কুষ্টিয়া হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কুষ্টিয়া গামী একটি যাত্রীবাহী বাস বরাখাদা ত্রিমোহনীর কাছে পিছনদিক থেকে যাত্রীবাহী একটি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যাওয়ার সময় সাইকেল আরোহী সেলিমকেও ধাক্কা দেয়। এসময় সেলিম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং অটোরিক্সা যাত্রী গিয়াস, এ্যাড. গোলাম আজম, শ্যামল কুমার, শাহিদা, চম্পা ও পাপিয়া আহত হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সেলিম গোবিন্দপুর এলাকার খলিলুর রহমানের ছেলে এবং কবুতর ব্যবসায়ী। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। আহতদের বাড়ি বহলবাড়িয়া, নিমতলা ও রানাখড়িয়া এলাকায়।