
শনিবার, ১৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ক্রাইম রির্পোট | বরিশাল | শিরোনাম » স্বরূপকাঠিতে এক যুবককে পিটিয়ে হত্যা
স্বরূপকাঠিতে এক যুবককে পিটিয়ে হত্যা
বিজয় নিউজ: পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আশীষ বড়ালের বাহিনীর বিরুদ্ধে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের পূর্ব জলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন পলাশ (৩০) পার্শ্ববর্তী সমুদয়কাঠি ইউনিয়নের দূর্গাকাঠি গ্রামের আমীর হোসেনের ছেলে। এঘটনায় পুলিশ ঐ এলাকার স্বদেশ বড়াল ও রতন বৈদ্য নামে দু’জনকে আটক করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, পলাশ এক সময় আশীষের অনুগত ছিল। সাম্প্রতিক ইউপি নির্বাচনের সময় সে আশীষের বিরুদ্ধে চলে গেলে উভয়ের মধ্যে বৈরিতা তৈরি হয়। এরই জেরে শনিবার সকালে পলাশ পূর্ব জলাবাড়ি এলাকায় একটি চায়ের দোকানে চা পান করার সময় ২০ থেকে ২৫ জন লোক এসে তাকে স্থানীয় জলাবাড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে আধা কিলোমিটার দুরে জলাবাড়ি বালক মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি কালভার্টের কাছে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের ছোট ভাই শিমুল হাওলাদার অভিযোগ করে জানান, তার ভাইকে পূর্ব শত্রুতার কারনে জলাবাড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আশীষ বড়ালের সন্ত্রাসী বাহিনী হত্যা করেছে।
স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, চেয়ারম্যান আশীষ বড়ালের নির্দেশে তার লোকজন এ হত্যার ঘটনা ঘটিছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্বদেশ বড়াল ও রতন বৈদ্য নামে দু’জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।