
শনিবার, ১৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » বক্স্ নিউজ | শিরোনাম | সিলেট » কুলাউড়ায় মেয়েকে অপহরণ, মাকে হত্যার অভিযোগ
কুলাউড়ায় মেয়েকে অপহরণ, মাকে হত্যার অভিযোগ
বিজয় নিউজ: মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে মুড়ইছড়া এলাকার এক তরুণীকে অপহরণ করা হয়েছে। শুক্রবার রাতে অপহরণের সময় ওই তরুণীর মাকে জোর করে কীটনাশক পান করানো হলে শনিবার সকালে (১৬ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কমর্ধা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুশ শহিদ জানান, শুক্রবার রাতে একই গ্রামের পাশের বাড়ির মসিক মিয়া (৩০) তার দলবল নিয়ে ওই তরুণীকে আপহরণ করতে গেলে তার মা বাধা দেন।
এসময় মসিক জোর করে ওই তরুণীর মা’কে কীটনাশক সেবন করায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদ আহমদ জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।