
শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়ার ভেড়ামারায় ইউপি সদস্য কর্তৃক কিশোরী ধর্ষণ
কুষ্টিয়ার ভেড়ামারায় ইউপি সদস্য কর্তৃক কিশোরী ধর্ষণ
বিজয় নিউজ: নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় ইউপি সদস্য কর্তৃক এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে ।
এলাকাবাসী সুত্রে জানাযায় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বজলুর রহমান ওরফে বজু বৃহস্পতিবার রাতে ১৩ বছরের ওই কিশোরীর ঘরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে পাশের গোয়ালঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
শুক্রবার (১৫ এপ্রিল) ভোররাতে সংজ্ঞাহীন অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপেক্স ভর্তি করেন। সেখানে কিশোরীর অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ধর্ষণের শিকার কিশোরীর দাদা বলেন, গভীর রাতে বজু মেম্বার এসে তাঁেক জানায়, আপনার নাতনির ঘরে একজন প্রবেশ করেছে। খোঁজ করে নাতনিকে না পেয়ে আবারও বজু মেম্বারের কাছে গেলে বলে, গোয়ালঘর এলাকায় খোঁজ করেন পাবেন। এরপর গোয়ালঘরে নাতনিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
ধর্ষনের শিকার ওই কিশোরী বলেন, দীর্ঘদিন ধরেই বজু মেম্বার আমাকে উত্যক্ত করে আসছিলো। রাতে আমার মুখ চেপে ধরে নিয়ে যাওয়ার আগেই আমি তাকে চিনতে পারি। এরপর আমাকে অজ্ঞান করে কোথায় নিয়ে যায়, তা আমি জানি না।
এ ব্যাপারে অভিযুক্ত বজলুর রহমান ওরফে বজু মেম্বারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতিকুর রহমান জানান, গুরুত্বর অসুস্থ ও সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে ওই কিশোরীকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর পুলিশের প্রাথমিক তদন্ত শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।