
শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় সংবাদ | নির্বাচন | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » ধানের শীষে লড়বে ঐক্যফ্রন্ট
ধানের শীষে লড়বে ঐক্যফ্রন্ট
Bijoynews : বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষেই নির্বাচন করছে জাতীয় ঐক্যফ্রন্টে থাকা দলগুলো। গতকাল ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের পর তা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। দুপুরে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠক করেন ঐক্যফ্রন্ট নেতারা। বৈঠক শেষে ধানের শীষে ভোট করার সিদ্ধান্তের কথা জানান ফ্রন্টের অন্যতম নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা যতগুলো দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট করেছি, আমরা সবাই একটি কমন প্রতীকে নির্বাচন করব। সেই কমন প্রতীক হবে ধানের শীষ। ঐক্যফ্রন্টে বিএনপি ছাড়া ড. কামাল হোসেনের গণফোরাম, আ স ম আবদুর রবের জেএসডি, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য রয়েছে।
বুধবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করে মান্না বলেন, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, বিরোধী দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য সব রকমের উসকানি দিচ্ছে সরকার।