
সোমবার, ১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » আইন- আদালত | কুষ্টিয়ার সংবাদ | খুলনা | জাতীয় সংবাদ | তথ্যপ্রযুক্তি | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়ায় পিতা হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন
কুষ্টিয়ায় পিতা হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, সিনিয়র করেসপন্ডেন্ট, কুষ্টিয়া :: কুষ্টিয়ার
মিরপুরে পিতাকে হত্যার দায়ে পুত্র বাদশা পরামানিক (৩৫) কে যাবজ্জীবন
কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার বেলা ১২টায় অতিরিক্ত জেলা জজ দ্বিতীয়
বিচারক মোঃ আসাদুল্লাহ এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, পারিবারিক
জমিজমা সংক্রান্তের জের ধরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের
নুরুল ইসলামের ছোট ছেলে বাদশা পরামানিক ধারালো অস্ত্র দিয়ে তার পিতাকে
কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের বড় ছেলে রাজা পরামনিক বাদী হয়ে মিরপুর
থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১২/১৫৭। মামলার দীর্ঘ শুনানি শেষে
বিচারক মোঃ আসাদুল্লাহ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা
জরিমানা করেন। এসময় আসামি কোর্টে উপস্থিত ছিলেন।