
সোমবার, ১১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ক্রাইম রির্পোট | বক্স্ নিউজ | শিরোনাম | সিলেট » সিলেটে গণপিটুনিতে ১ ডাকাত নিহত
সিলেটে গণপিটুনিতে ১ ডাকাত নিহত
বিজয় নিউজ: সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জালালাবাদ থানার জাঙ্গাইলে জনতার গণপিটুনিতে জয়নাল (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত জয়নাল থানার হাটখোলা ইউনিয়নের আলতা মিয়ার ছেলে। গতকাল সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানান, সোমবার ভোর রাতে জাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে জয়নাল। এসময় জনতার গণপিটুনিতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ জয়নালকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিলেট ওসমানী থেকে ‘উধাও’
প্রসূতির খোঁজ মিললো রাগীব-রাবেয়া হাসপাতালে
সিলেট প্রতিনিধি : সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা এক প্রসূতি গতকাল সোমবার সকাল থেকে ‘উধাও’ হয়ে গিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তার খোঁজ মিলেছে রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। ‘উধাও’ হওয়া এবং পরবর্তীতে খোঁজ মিলা ওই প্রসূতি হচ্ছেন রোজিনা বেগম (২৩)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার ফাতেমানগরের আফাজ উদ্দিনের স্ত্রী। আফাজ উদ্দিন জানান, ওসমানী হাসপাতালের ১৫ নং ওয়ার্ডের বি-১৬ নং বেডে ভর্তি হওয়ার পর রোববার দিবাগত রাতে এক ছেলে সন্তানের জন্ম দেন রোজিনা। সোমবার সকাল ৭টা ৪০ মিনিট থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না রোজিনার। পুরো হাসপাতালে ও আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতালে দায়িত্বরত পুলিশের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। একপর্যায়ে সকাল ১১টা ২ মিনিটে নগরীর রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে খোঁজ পাওয়া যায় রোজিনার। আফাজ উদ্দিনের অভিযোগ, তার স্ত্রী ঠিকমতো হাঁটতেও পারছেন না। হাসপাতালে থাকা কোনো দালালচক্র তাকে রাগীব-রাবেয়া হাসপাতালে নিয়ে যেতে পারে। হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত এসআই ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেটে ৭ ডাকাত
আটক
সিলেট প্রতিনিধি : সিলেট মহানগরীর শাহপরান থানাধীন কল্লোগ্রাম থেকে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ভোর রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন,হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শালদিঘি গ্রামের বাসিন্দা ফজল হক মিয়ার ছেলে বাবুল (২০), মুহিবুর রহমানের ছেলে সুনাম মিয়া (২৮), একই জেলার সদর উপজেলার রামনগর গ্রামের মো. রেশম আলীর ছেলে আব্বাস (৩৫), দরিয়াপুর গ্রামের ওমর আলীর ছেলে কুদরত আলী (৩৫),সুনামগঞ্জ জেলার সদর থানার গুদিগঞ্জ গ্রামের ছইল মিয়ার ছেলে মো. শাহ আলম (২১), সিলেট জেলার সদর উপজেলার শাহপরান থানার ইসলামপুর কলোনীর মৃত সিদ্দিক মিযার ছেলে খায়রুল (৩৭) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর পশ্চিমকান্দা গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে শাহ আলম (২০)।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, কল্লোগ্রামে একটি বাড়িতে ডাকাতি শেষে ফেরার পথে তাদের আটক করা হয়েছে।