
শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | বিদেশ সংবাদ | শিরোনাম | স্পেশাল রির্পোট » যে কারণে বিয়ে করেননি অটল বিহারী বাজপেয়ী
যে কারণে বিয়ে করেননি অটল বিহারী বাজপেয়ী
বিজয় নিউজ : ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে দেশটিতে নেমে এসেছে শোকের ছায়া। দেশ ও দেশের বাইরের অনেকেই শেষ শ্রদ্ধা জানাতে ভারতের উপস্থিত হয়েছেন। সারা জীবন দল ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন।
অটল বিহারী বাজপেয়ীর কথা উঠলে অনেক সময়েই প্রশ্ন উঠে তিনি কেন বিয়ে করেননি। তিনি নিজেও অনেকবার এই প্রশ্নের মুখোমুখিও হয়েছেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছেন, এমন প্রশ্নের উত্তরে অটল বিহারী বাজপেয়ী নাকি হেসে জানাতেন, ব্যস্ত থাকার কারণেই আর বিয়ে করা হয়নি। যদিও তার ঘনিষ্ঠজনেদের মতে, রাজনৈতিক ক্ষেত্রে মনোনিবেশে ব্রতী হয়েই তিনি বিয়ে করেননি। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের জন্য তিনি আজীবন অবিবাহিত থাকা সিদ্ধান্ত নিয়েছিলেন।
জানা যায়, সাবেক সাংবাদিক এবং কংগ্রেস নেতা রাজীব শুক্লা এক সাক্ষাৎকারে এই সংক্রান্ত প্রশ্ন তাকে করেন। জবাবে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, ‘এমন এমন ঘটনা ঘটতে থাকে যেগুলোর মধ্যে আমি জড়িয়ে যেতে থাকি আর তার মধ্যেই বিয়ের বয়স চলে যায়।’
এরপর তাকে প্রেম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি নিয়ে খোলাখুলি কিছু না বললেও তার কথা থেকে একাকিত্বের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তিনি জানান, ভিড়ের মধ্যে তিনি একাকিত্ব অনুভব করেন।
রাজকুমারী কৌলের অধ্যায়
জানা যায়, এর সূচণা ৪০-এর দশকে, যখন তিনি গোয়ালিয়রে একটি কলেজে পড়াশোনা করছিলেন। তবে রাজকুমারী কৌল এবং বাজপেয়ী তাদের সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কিছু না বললেও এই দুটি নাম সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন তারা। শোনা যায়, জাত-পাতের প্রভাব পড়েছিল তাদের সম্পর্কের ওপর। যার কারণে তা পরিণতি লাভ করেনি।