
মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
প্রথম পাতা » বক্স্ নিউজ | বিদেশ সংবাদ | শিরোনাম » ভারতে আবার একই পরিবারের সাতজনের ‘আত্মহত্যা’
ভারতে আবার একই পরিবারের সাতজনের ‘আত্মহত্যা’
Bijoynews : ভারতের রাঁচির একটি বাড়িতে পাওয়া গেছে একই পরিবারের ৭ সদস্যের মৃতদেহ। তাদের মধ্যে ৭ ও ৪ বছরের দুটি শিশুও রয়েছে। দিল্লির বুরারিতে একই পরিবারের ১১ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধারের রহস্যের জট না খুলতেই এবার এ ঘটনা ঘটল। খবর এনডিটিভির। পুলিশ জানায়, গত রবিবার রাতে এ ঘটনা ঘটেছে। একটি বড় প্রাইভেট কোম্পানির কর্মকর্তা দীপক কুমার ঝা (৪০) তার বাবা-মা, স্ত্রী, দুই সন্তান ও ভাইকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর্থিক টানাপড়েনের জেরেই তারা আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রাঁচিতে তাদের ভাড়া করা বাড়িতে মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায়। দীপকের বাড়িওয়ালা এ. মিশ্র বলেন, দীপক নিজের ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছিলেন। সেজন্য তিনি বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন। তার ছোট ভাই রুপেষ ঝা (৩০) বেকার ছিলেন। রাঁচি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। দেখা যাক তদন্তে কী বেরিয়ে আসে।’