
বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » জাতীয় সংবাদ | নির্বাচন | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » শপথ নিলেন গাজীপুরের মেয়র ও কাউন্সিলররা
শপথ নিলেন গাজীপুরের মেয়র ও কাউন্সিলররা
Bijoynews : গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম শপথ নিয়েছেন। একই সঙ্গে শপথ নিয়েছেন নির্বাচিত কাউন্সিলরগণ ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে তারা শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে শপথ বাক্য পাঠ করান। কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন, তারা নিজ নিজ এলাকায় কাজ করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করবেন।
জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করা আমাদের দায়িত ও কর্তব্য। আমরা নিজেদের জনগণের সেবক মনে করি এবং সেভাবেই কাজ করি।
প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, জনগণ ভোট দিয়েছে। আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন। সবাইকে একটা অনুরোধ করব, দেশের মানুষের সেবা করতে হবে।
শেখ হাসিনা বলেন, দেশকে ক্ষুধা মুক্ত করেছি, এখনও দারিদ্র্য মুক্ত করতে পারিনি। এই দেশকে আমরা দারিদ্র্য মুক্ত করে গড়ে তুলব। ইনশাল্লাহ ২০২১ সালে বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব।
উল্লেখ্য, গত ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। এই মহানগরীর দ্বিতীয় নগরপিতা। এ সিটিতে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট গ্রহণ হয়েছে।