
রবিবার, ১৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম | দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | শিরোনাম » মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা ও দুই সন্তান নিহত
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা ও দুই সন্তান নিহত
বিজয় নিউজ: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও তার দুই শিশু সন্তান নিহত হয়েছে। আজ সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের উপজেলার তিতাবটগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ উপজেলার ওছমানপুর ইউনিয়নের প্রজেক্ট রোড এলাকার ইমামপুর গ্রামের দিদারের স্ত্রী শাহেদা, তাদের দুই ছেলে মো. সাইদুল (৭) ও মো. সাইমুন (১)। এ ঘটনায় নিহতের স্বামী দিদার (৩৮) ও অটোরিকশা চালক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিদার তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ঢাকা থেকে বারৈয়ারহাট আসেন। পরে তিনি অটোরিকশা করে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে তিতাবটগাছ এলাকায় দ্রুতগতির একটি মাছবাহী পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।