
বুধবার, ৬ জুন ২০১৮
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম | সারাদেশ » মাদকবিরোধী অভিযান ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪
মাদকবিরোধী অভিযান ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪
Bijoynews : ময়মনসিংহ, রংপুর ও বগুড়ায় পৃথক বন্দুকযুদ্ধে চার জন নিহত হয়েছে। দিনাজপুরে দুই মাদক ব্যাবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা সবাই মাদক ব্যবসায়ী। সোমবার রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনাগুলো ঘটে।
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহ কেওয়াটখালী রেলওয়ে ব্রিজের নিচ থেকে গুলিতে নিহত দুই মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- মুন্না মিয়া (৩৫) ও ইদ্রিস আলী (৪৫)।
গতকাল বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, স্থানীয়রা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
তিনি জানান, আমরা জানতে পেরেছি নিহত মুন্না মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ১২টি ও ইদ্রিস আলীর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, নিজেদের কোন্দলে প্রতিপক্ষের গুলিতে তারা মারা গেছেন।
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনা ঘটেছে কাউনিয়া উপজেলার হারাগাছ বাবু পাড়া এলাকায়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-উর-রশিদ জানান, একদল মাদক ব্যবসায়ী হারাগাছ বাবুপাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তারে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম নিহত হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। একটি দেশীয় পিস্তল, ৩টি ছোরা, ১২৬ পিস ইয়াবা, ১৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। রবিউল ইসলামের নামে কাউনিয়া থানায় মাদক আইনে ১০টি মামলা রয়েছে। নিহতের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসাতালের হিমঘরে রাখা হয়েছে।
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিটন ওরফে রিগান (৩২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৪টায় সে মারা যায়।
সোমবার রাত সোয়া ২টার দিকে শহরতলীর মাটিডালি এলাকায় এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। লিটনের দেহ তল্লাশি করে ২শ’ পিস ইয়াবা এবং ঘটনাস্থল থেকে দুটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। রিগ?্যান বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। সে দীর্ঘদিন ধরে শহরের ফুলবাড়ী এলাকায় বসবাস করে মাদক ব?্যবসা পরিচালনা করে আসছিল।
এ সময় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আহত ডিবি পুলিশের দুই কনস্টেবল মিন্টু ও কালাম পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
ঘটনাস্থল থেকে দুটি চাপাতি এবং আহত ব্যক্তির দেহ তল্লাশি করে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ী লিটন ওরফে রিগ?্যানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মোট ৫টি মাদকের মামলা রয়েছে।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, দিনাজপুরে পৃথক দুটি বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহত দু’জনকেই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়স্থান থেকে পুলিশ মাদক ও ককটেল উদ্ধার করেছে।
পুলিশ জানায়, রাত আড়াইটায় দিনাজপুর সদর উপজেলার গোদাগাড়ি এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের সংবাদে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে পায়ে গুলিবিদ্ধ লুৎফর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। লুৎফর রহমান একই এলাকার দানিহারী গ্রামের এনামুলের ছেলে।
একই সময় হাকিমপুর উপজেলায় হিলির চুড়িপট্টি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলাউদ্দিন চিকা (৪০) নামে এক মাদক ব্যবসায়ী পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় সেখান থেকেও ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলাউদ্দিন হাকিমপুরের মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।