
রবিবার, ১৩ মে ২০১৮
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » পদ্মা সেতুর চতুর্থ স্প্যান বসানোর মাধ্যমে ৬০০ মিটার দৃশ্যমান হলো
পদ্মা সেতুর চতুর্থ স্প্যান বসানোর মাধ্যমে ৬০০ মিটার দৃশ্যমান হলো
Bijoynews : পদ্মা সেতুর ৪০ ও ৪১ নম্বর পিলারের উপর চতুর্থ স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানোর মাধ্যমে ৬০০ মিটার কাঠামো দৃশ্যমান হলো।
আজ রোববার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষঙ্গিক কাজগুলো। সকাল ৮টার দিকে পিলারের ওপর স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় ৬০০ মিটার সেতু।
এর আগে গতকাল শনিবার বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান বহনকারী তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ‘তিয়ান ই’ ক্রেনটি ৪০ ও ৪১ নম্বর পিলার এলাকায় পৌঁছায়।
পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা যায়, স্প্যান বহনকারী ক্রেনটিকে ৪০ ও ৪১ নম্বর পিলারের সামনে পজিশন অনুযায়ী আনা হয়। এরপর লিফটিং ক্রেনের সাহায্যে অস্থায়ী বেয়ারিংয়ের ওপর রাখা হয় স্প্যানটিকে। তবে স্থায়ীভাবে বসতে কয়েকদিন সময় লাগবে।
এ ছাড়া স্প্যান ওঠানোর আগে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়।