তামিমের ৮৩ রানের সুবাদে বাংলাদেশের সংগ্রহ ১৫৩
বিজয় নিউজ :টি২০ বিশ্বকাপ ক্রিকেটে বাছাইপর্বে (প্রথম রাউন্ড) নেদারল্যান্ডসকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
বুধবার বেলা সাড়ে ৩টায় ভারতের ধর্মশালার মাঠে মুখোমুখি হয়েছে এই দুই দল।
টসে হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারিয়েছে মাশরাফিবাহিনী। ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১২৫ রান। সর্বশেষ ১৪তম ওভারে আউট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৯ বলে ১০ রান করে) এবং মুশফিকু র রহিম ২ বলে ০ রান মাঠ ছাড়েন। ব্যক্তিগত ৮৩ রান করে অপরাজিত রয়ে গেছেন তামিম ইকবাল।
বাংলাদেশের হয়ে ব্যাটিং ওপেন করেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৩ রান। তবে ৯ ওভারেই সেই স্কোর হয়ে যায় ২ উইকেটে ৬২ রান। এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে সাব্বিরকে; ব্যক্তিগত ১৫ রানে।
এর আগে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। আউট হয়েছিরেন সৌম্য সরকার; ব্যক্তিগত ১৫ রানে (১৩ বলে)। তার জায়গায় ক্রিজে তামিমের সঙ্গী হয়েছিলেন সাব্বির রহমান। এই জুটিতে বাংলাদেশের ভান্ডারে জমা পড়েছে ৪২ রান।
সাব্বির আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন সাকিব আল হাসান। তবে খুব বেশি দূর এগুতে পারেননি তিনি। দলীয় ৭৮ রানে কটআউট হয়েছেন তিনি।
বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করার জন্য বাছাই পর্বের খেলায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যেই প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি মাশরাফিবাহিনী। এই গ্রুপে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড ও ওমান।
ম্যাচে ৩ পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ম্যাচে খেলতে পারছেন না তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। পেস আক্রমণে তাই থাকছেন অধিনায়ক মাশরাফি, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন। এ ছাড়া স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন আরাফাত সানি।