
মঙ্গলবার, ৮ মে ২০১৮
প্রথম পাতা » জাতীয় সংবাদ | রংপুর | শিরোনাম » চিরিরবন্দরে রাজস্ব খাতের অর্থায়নে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
চিরিরবন্দরে রাজস্ব খাতের অর্থায়নে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ফতেজংপুর ইউনিয়নে রাজস্ব খাতের অর্থায়নে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ফতেজংপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াজেদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি উপ-পরিচালক তোহিদুল ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান।ু
প্রদর্শনী মাঠ দিবসে কৃষক মসলেম উদ্দিন জানান, কৃষি বিভাগের পরামর্শে এবং কৃষি বিভাগ কর্তৃক প্রদও সার ও বীজ নিয়ে আমি ভুট্টার চাষ করছি । পাশাপশি তাদের পরামর্শে সময়মত ভুট্টার আন্ত:পরির্চযা করি । তাই আমি ভুট্টার ভালো ফলন পাওয়ার আশাবাদী। এ সময় মাঠ দিবসে কৃষি সম্প্রসারন অফিসার শরিফুল ইসলাম,ইউপি উপ-সহকারীবৃন্দসহ ওই এলাকার তিন শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।