
বুধবার, ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » বক্স্ নিউজ | বরিশাল | শিরোনাম » পিরোজপুরে পুলিশ পরিচয়ে শিবির কর্মী : মাদ্রাসা ছাত্র অপহরনের ৪ ঘন্টা পর উদ্ধার : আটক-১
পিরোজপুরে পুলিশ পরিচয়ে শিবির কর্মী : মাদ্রাসা ছাত্র অপহরনের ৪ ঘন্টা পর উদ্ধার : আটক-১
বিজয় নিউজ: পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে পুলিশ পরিচয়ে এক মাদ্রাসা ছাত্রকে অপহরনের ৪ ঘন্টা পর বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে উদ্ধার করেছে পিরোজপুর পুলিশ। বুধবার সকাল ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার জিয়ানগর উপজেলার বালিপাড়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থী আবদুল্লাহ আল মামুন কে হাদিস বিষয়ে পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে অপহরনকারীরা জিয়ানগর থানার ওসির বরাত দিয়ে মটর সাইকেলে তুলে নেয়। এরপর কাইয়ূম ও মহিম নামের দুই অপহরনকারী মামুনকে অচেতন করে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের পুলেরহাট বাজারে ও পরে বৌলপুর নিয়ে আটকে রাখে। এ ব্যপারে অপহৃত মামুন জানায়, জ্ঞান ফিরে পেয়ে সে সাথে থাকা মোবাইলের মাধ্যেমে তার পরিবারের সাথে যোগাযোগ করে অপহরনের কথা পরিবারের সদস্যদের জানায়। এরপর অপহরনকারীরা মোবাইল ফোনে মামুনের পরিবারের কাছে ৫০ হাজার টাকা এবং পরে ২০ হাজার টাকা মুক্তিপন দাবী করে ও মামুনের সাথে থাকা ৪ হাজার টাকা নিয়ে নেয় অপহরন কারীরা। মামুনের বড় ভাই তাৎক্ষণিক ৮ হাজার টাকা বিকাশের মাধ্যেমে পাঠিয়ে দিয়ে বিষয়টি ইন্দুরকানী থানায় জানায়। থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মোবাইল ট্রাকিংএর মাধ্যেমে মোড়েলগঞ্জের পুলেরহাট বাজারের মাষ্টার ক্লথ ষ্টোর বিকাশ সেন্টারে ওঁৎ পেতে থেকে অপহরনকারী মহিম ফকির (২৫) কে হাতে নাতে আটক করে। মহিমের স্বীকারোক্তি অনুযায়ী মোড়েলগঞ্জের বৌলপুর থেকে পুলিশ মামুনকে উদ্ধার করে। এ সময় অপর অপহরনকারী কাইয়ুম ফকির পালিয়ে যায়। ইন্দুরকারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুল হক জানান, এ ব্যাপারে থানায় দুউ জনকে আসামী কওে একটি অপহরন মামলা হয়েছে। অপর অপহরনকারী কাইয়ুম ফকির কে গ্রেফতারের চেষ্টা চলছে।
এক প্রশ্নের জবাবে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের জানান, ভিকটিম আল মামুন জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং তার নামে ইন্দুরকানী থানায় মামলা আছে।