
বুধবার, ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | ক্রাইম রির্পোট | বক্স্ নিউজ | শিরোনাম » ভেড়ামারায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের শিকার
ভেড়ামারায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের শিকার
বিজয় নিউজ: কুষ্টিয়ার ভেড়ামারায় এবার ধর্ষণের শিকার হয়েছে চতুর্থ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী। মকতব থেকে আরবী পড়ে বাড়ি যাওয়ার পথে দুঃস্পর্কের মামা ও তার লম্পট বন্ধু স্বপন কর্তৃক ধর্ষণের শিকার হয় সে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক লম্পট মামা আবুল কালামকে আটক করেছে। কিন্তু পালিয়ে গেছে আরেক ধর্ষক লম্পট স্বপন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ভেড়ামারা পৌর এলাকার ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়। এ বিষয়ে ভেড়াামারা থানায় মামলা হয়েছে। পারিবার ও পুলিশ সূত্র জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে ফারাকপুর গ্রামের নছিমন চালকের কন্যা ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী পার্শ্ববর্তী একটি মকতবে পড়তে যায়। পড়া শেষে বাড়ি ফেরার আগেই নেমে আসে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। এরই মধ্যে স্কুল সংলগ্ন ষ্টেশনারী দোকানদার দুঃস্পর্কের মামা বৃষ্টির কথা বলে কিশোরীকে ডেকে নিয়ে তার বাড়ীর একটি ঘরে বসতে দেয়। পরে লম্পট কালাম মোবাইল ফোনে ডেকে আনে তার আরেক লম্পট বন্ধু স্বপনকে। বৃষ্টির মধ্যেই লম্পট স্বপন সিএনজি যোগে চলে আসে ওই বাড়ীতে। পরে কালাম ও তার বন্ধু স্বপন মিলে ওই শিক্ষার্থীকে উপর্যুপরি ধর্ষণ করে। নির্যাতনের শিকার কিশোরীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় লম্পট স্বপন। হাতে নাতে আটক হয় লম্পট কালাম। এ সময় স্থানীয়রা স্কুল ছাত্রীকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুর রহমান জানান, ধর্ষিতার পিতা সুজন আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত ফারাকপুর গ্রামের আইজউদ্দিনের পুত্র আবুল কালামকে আটক করা হয়েছে। আরেক ধর্ষক স্বপনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান জানান, মেয়েটির প্রচুর রক্তরক্ষণ হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা শেষে বলা যাবে আসল ঘটনা